কুলাউড়ায় বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উদ্যোগে ৭ম ট্রস রেসিং প্রতিযোগীতা সম্পুর্ন

ছয়ফুল আলম সাইফুলঃ
  • Update Time : Thursday, December 12, 2019
  • 1362 Time View

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কুলাউড়ায় বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উদ্যোগে ৭ম বারের মত রেসার হোমার প্রজাতির কবুতর ছেড়ে রেসিং ট্রস প্রতিযোগীতা সম্পুর্ন করা হয়েছে।

আজ ১২ ডিসেম্বর সকাল ৯টা ৫০ ঘটিকায় কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের (কটারকোনা) হরিচক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে বড়লেখা উপজেলার বিভিন্ন গ্রামের ৭০টি রেসার হোমার প্রজাতির কবুতর ছেড়ে বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের ৭ম ট্রস প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জনপ্রত্যাশার সম্পাদক ও দেশদিগন্তের বার্তা সম্পাদক, সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, হাজীপুর ইউ পি’র ২নং ওয়ার্ডর সদস্য আব্দুল লতিফ চৌধুরী, দক্ষিণ পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু দত্ত, হাজীপুর কবুতর খামারী জাকির হোসেন আক্তার।

বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উপদেষ্টা কাতার প্রবাসী দেলওয়ার হোসেন, উপদেষ্টা বদরুল ইসলাম, বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি দেলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাসুম আহমদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক আব্দুল আহাদ, সদস্য ইউনুছ আহমদ, মুসা ইমরান, প্রমুখ।

এছাড়া এলাকার সর্বস্থরের কবুতর প্রেমিসহ এলাকার মুরব্বিবৃন্দ উপস্থিত ছিলেন।

উলেখ্য কবুতর গুলো সকাল ৯টা ৫০ মিনিটে ছাড়া হলে ৪৫ মিনিটে আকাশ পথে ৪০ কিঃমি পথ পাড়ি দিয়ে প্রথম কবুতর টি বড়লেখা তার নিজ বাসস্থানে পৌছাতে সক্ষম হয়। এর পর পর্যাক্রমে ১ঘন্টা ২০ মিনিটের মধ্যে অন্যান৬৬টি কবুতর তাদের নিজ নিজ বাসস্থানে পৌছালেও ২টি কবুতর নিখুঁজ রয়েছে বলে জানিয়েছেন সংগঠনের উপদেষ্টা বদরুল ইসলাম।

আগামী ১৬ ডিসেম্বর সকাল ৯টায় কমলগঞ্জ উপজেলার চৌমুহনায় একই কবুতর দিয়ে অষ্টম ট্রস অনুষ্টিত হবে বলে জানিয়েছেন আয়োজক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category